চট্টগ্রামে ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলার ঘটনায় মামলা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ১০:১৭ পিএম
চট্টগ্রামের সাতকানিয়ায় ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলার ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার সিনিয়র জুড়িশিয়াল আদালত-২ নাজমুন নাহারের আদালতে চেয়ারম্যান সুমনের চাচা জসিম উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় ৭ জনের নাম উল্লেখসহ আরও ১৫-২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। আসামিরা হলেন- রিয়াজ উদ্দিন, মহিম উদ্দিন, মোস্তাক আহমদ, মো. বাদশা, মো. এরশাদ, জিয়াবুল ও মো. শহিদ। আদালত মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন- পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদি পক্ষের আইনজীবী শিমুল দত্ত।
উল্লেখ, ১৫ সেপ্টেম্বর সাতকানিয়া উপজেলার পশ্চিম ৯ নম্বর ঢেমশা ইউনিয়নের চেয়ারম্যান মো. রিদুয়ানুল ইসলাম সুমনের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, এলাকার একটি পক্ষ দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দিলেও শহর থেকে গ্রামের বাড়িতে যেতে দিবে না বলেও হুমকি-ধামকি দেওয়া হয়।
গত ১৫ সেপ্টেম্বর বাদীর স্বজনরা গ্রামের বাড়িতে গেলে হামলা-লুটপাট করে তারা (আসামিরা)। বাড়ি থেকে প্রায় ৮ ভরির বেশি স্বর্ণালংকার লুট ও পরিবারে নারী হেনস্তা করা হয় বলে দাবি করা হয়। পাশাপাশি বাড়িতে গুলিবর্ষণের অভিযাগ করা হয়।
বাদীপক্ষের আইনজীবী শিমুল দত্ত জানান, মামলাটি দণ্ডবিধি ৩৯৫/৩৯৭/৩৮৫/৫০৬(ওও)/৩৪ ধারায় রুজু করা হয়েছে। আদালত পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দিতে আদেশ দিয়েছেন।