পড়তে বলায় এ কী করল ৯ বছরের শিশু
বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ১০:৫৫ পিএম
নারায়ণগঞ্জের বন্দরে পড়তে বলায় এ কী করল ৯ বছরের শিশু হুমায়রা জান্নাত রাইসা (৯) নামে এক মাদ্রাসাছাত্রী। মঙ্গলবার রাতে বন্দরের ধামগড় এলাকায় ওই ছাত্রী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।
মৃত রাইসা সুনামগঞ্জের সাখাতি এলাকার প্রবাসী মো. আলী মিয়ার মেয়ে। সে নানা-নানির সঙ্গে বন্দরের ধামগড় এলাকার আবদুল মান্নাফ মিয়ার বাড়িতে ভাড়া থাকত।
মৃতের পরিবার ও এলাকাবাসী জানান, রাইসা ধামগড় এলাকার একটি মাদ্রাসায় প্রথম শ্রেণির শিক্ষার্থী। মঙ্গলবার রাতে পড়ার জন্য চাপ দেওয়ায় সে বারান্দার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
এ ব্যাপারে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, বুধবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।