Logo
Logo
×

সারাদেশ

কালুখালীতে ধানখেতে মিলল অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৪, ০৯:৫১ পিএম

কালুখালীতে ধানখেতে মিলল অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ

রাজবাড়ীর কালুখালী উপজেলার পল্লীবিদ্যুৎ সাব-স্টেশনের পাশের ধানখেত থেকে মিলল অজ্ঞাত এক নারীর (৩৫) অর্ধগলিত লাশ। শুক্রবার দুপুরে কালুখালী উপজেলার মাজবাড়ি ইউনিয়নের মোহনপুর মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়। 

জেলার পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার যুগান্তরকে এ বিষয়ে নিশ্চিত করেছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার কালুখালী উপজেলার মোহনপুর গ্রামের কৃষক আব্দুল আজিজ মন্ডল  শুক্রবার সকালে নিজের ধানখেতে গিয়ে অর্ধগলিত লাশটি দেখতে পান। পরে স্থানীয় গ্রামপুলিশকে জানালে ঘটনাস্থলে যায় কালুখালী থানা পুলিশ। তবে ওই  নারীর লাশের মুখের অংশ পচে যাওয়ায় তার পরিচয় শনাক্ত করা যাচ্ছে না।

এ বিষয়ে পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার  বলেন, লাশের গায়ে থাকা পোশাক দেখে বোঝা যায় মধ্যবয়সি কোনো নারী হবে। তবে আমাদের ধারণা ৭-৮ দিন আগে ওই নারীর লাশ ধানখেতে ফেলে রাখা হয়েছে। ধানখেতে পানি থাকায় নারীর শরীর পচে গেছে। ফরিদপুরের ফরেনসিক টিমকে বিষয়টি জানানো হয়েছে। তারা এলে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হবে।

রাজবাড়ী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম