গাছ ভেঙ্গে বিধবার জমি দখলের চেষ্টা
মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ০৭:৪৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রংপুরের মিঠাপুকুরে এক অসহায় বিধবার ৩৩ শতক জমি দখলে চেষ্টার অভিযোগ উঠেছে। এছাড়াও রাতের আঁধারে জমিতে রোপণকৃত দেড় শতাধিক গাছ ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় অসহায় ওই বৃদ্ধা মিঠাপুকুর থানায় একটি অভিযোগ দিয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার গোপালপুর ইউনিয়নের দুর্গামতি গ্রামে।
সরেজমিন গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ওই গ্রামের মৃত আয়েজ উদ্দিনের বিধাব স্ত্রী পিয়ারা বেগমের (৬৫) আপন বলতে তেমন কেউ নেই। একমাত্র সন্তান আহসান হাবীব ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন। এরই সুযোগে স্থানীয় একটি প্রভাবশালী চক্র ওই বিধবার ক্রয়কৃত ৩৩ শতক জমি দীর্ঘদিন ধরে দখলের পাঁয়তারা চালাচ্ছে। ইতোপূর্বে ওই জমিতে থাকা গাছ ও অগভীর নলকূপ ভেঙে দিয়েছে তারা।
এ ঘটনায় মামলা ও হামলার ঘটনা ঘটে। সম্প্রতি পুলিশ প্রশাসন ও স্থানীয় ব্যক্তির উপস্থিতিতে ইতোপূর্বে সংঘটিত ঘটনাগুলো সমাধান হয়। এরপরও গত সোমবার দিবাগত রাতে ওই প্রভাবশালী চক্রটি বিধবা পিয়ারা বেগমের জমিতে রোপণকৃত দেড় শতাধিক ইউক্যালিপটাস গাছ ভেঙে ফেলে।
বিধবা পিয়ারা বেগম বলেন, ‘খুব কষ্ট করে বাড়ি করার জন্য জমিটুকু ক্রয় করি। এরপর থেকেই প্রতিবেশী দুলা মিয়া, সিদ্দিক মিয়া, বোরহান উদ্দিনের নেতৃত্বে একটি চক্র আমার জমি দখলের চেষ্টা করছে। আমার জমিতে লাগানো গাছগুলো ভেঙে ফেলেছে। আমি অসহায় দরিদ্র মানুষ, আমরা কেউ নেই। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি সুষ্ঠু বিচার চাই।’
প্রতিবেশী আরিফুল ইসলাম বলেন, প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে ওই বিধবা মহিলার জমি দখলের চেষ্টা করছেন। তারাই রাতের আঁধারে গাছগুলো ভেঙ্গে ফেলেছে।
গ্রামবাসী আব্দুল খালেক মিয়া বলেন, এই বিধবা দরিদ্র মহিলার কেউ নেই। এ সুযোগে গ্রামের একটি প্রভাবশালী চক্র জমিটি দখলের চেষ্টা করছে। তারাই রাতে জমিতে লাগানো গাছগুলো ভেঙে ফেলেছে।
একই কথা বলেন প্রতিবেশী ওয়াহেদ আলী ও হাসেন আলী। তারা ওই প্রভাবশালী চক্রটির শাস্তির দাবি জানান।
প্রভাবশালী চক্রের প্রধান দুলা মিয়ার সঙ্গে যোগাযোগ করতে তার বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি। পুলিশের ভয়ে তারা পালিয়ে গেছে। ঘণ্টাখানেক অপেক্ষা করেও কোনো মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
