Logo
Logo
×

সারাদেশ

যুবদল কর্মী বিলাল মুন্সী খুন, ১৩ জনের নামে মামলা

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৪, ১০:৩৯ পিএম

যুবদল কর্মী বিলাল মুন্সী খুন, ১৩ জনের নামে মামলা

সিলেট নগরীতে যুবদল কর্মী বিলাল আহমদ মুন্সী (৩৫) খুনের ঘটনায় ১৩ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে।

অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৭ থেকে ৮ জনকে। এ ঘটনায় গ্রেফতার আছেন তিনজন। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম গতকাল বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ জানায়, নিহত বিলাল মুন্সীর ভাই মোস্তাক আহমদ বাদশা মামলাটি করেন। 

মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন- মো. রুনু মিয়া, রুবেল আহমেদ, মো. সোহেল আহমেদ বিএনপি, রাসেল আহমদ, মো. রুমেলা আক্তার, দেওয়ান রফিক বিএনপি, খালেদ, দৌলত, মীর রুমেল আহমেদ, ফারুক, রোকিয়া বেগম, নাজমুল হক ও আজমল হোসেন। 

গত বুধবার এ মামলাটি নথিভুক্ত হয়। মামলার বাদী মোস্তাক আহমদের দাবি, এজাহারভুক্ত আসামিদের মধ্যে বিএনপির পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরাও আছেন।

শাহপরান থানার ওসি মো. মনির হোসেন জানান, অভিযুক্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অপর অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। 

পুলিশ জানায়, এ হত্যা মামলার প্রধান আসামি রুনু মিয়াসহ তিনজনকে নরসিংদী পুলিশ গ্রেফতার করে। রুনু মিয়া সিলেট জেলা হিউম্যান হলারচালক শ্রমিক ইউনিয়নের সভাপতি। গত সোমবার রাতে প্রতিপক্ষের হামলায় বিলাল নিহত হন। তিনি নগরের ৩৪ নম্বর ওয়ার্ডের যুবদল কর্মী হিসেবে পরিচিত। বিলাল পেশায় একজন রংমিস্ত্রি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম