Logo
Logo
×

সারাদেশ

চট্টগ্রামে অপহৃত সাবেক চেয়ারম্যানকে উদ্ধার, ৬ অপহরণকারী গ্রেফতার

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৪, ১১:০০ পিএম

চট্টগ্রামে অপহৃত সাবেক চেয়ারম্যানকে উদ্ধার, ৬ অপহরণকারী গ্রেফতার

চট্টগ্রামে অপহৃত সাবেক এক ইউপি চেয়ারম্যানকে উদ্ধার ও অপহরণের ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ।

বুধবার ভোরে রাউজানের হলদিয়া ইউনিয়নের গর্জনীয়া এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়েছে বলে বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) জনসংযোগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। তবে বিজ্ঞপ্তিতে অপহৃত হারুন অর রশিদকে ব্যবসায়ী হিসেবে উল্লেখ করা হয়েছে।

অপহৃত ওই চেয়ারম্যানের নাম মো. হারুন অর রশিদ (৫৩)। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নের চেয়ারম্যান এবং আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি ছিলেন।

গ্রেফতাকৃতরা হলেন- আল ফয়জুল আলম ওরফে রবিউল, মো. সোহানুর রহমান, মো. সাদেকুল আলম, মো. লোকমান শরীফ, মো. শফিকুল ইসলাম বাপ্পী ও মো. আরমান ওরফে মানিক। বৃহস্পতিবার গ্রেফতারদের আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানার মাইজপাড়া এলাকা থেকে সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদকে জোর করে প্রাইভেটকারে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। পরে তার স্ত্রীর মোবাইল ফোনে কল দিয়ে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। খবর পেয়ে ভিকটিমের স্ত্রী ও ছেলেকে সঙ্গে নিয়ে হাটহাজারী এবং রাউজান থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে পুলিশ। পরে রাউজানের হলুদিয়া ইউনিয়নের রহমানিয়া মাদ্রাসার পাশ থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়। এর আগে হাটহাজারী উপজেলার বাস টার্মিনাল সংলগ্ন দরবার হোটেলের সামনে থেকে মুক্তিপণ নিতে যাওয়া অপহরণকারীদের গ্রেফতার করা হয়। ওই সময় অপহরণের কাজে ব্যবহৃত একটি জিপগাড়ি ও একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।

নারায়ণহাটের সাবেক ইউপি চেয়ারম্যান আবু জাফর মাহমুদ বলেন, হারুন অর রশিদ ২০১৬ সালে দলীয় মনোনয়নে পেয়ে চেয়ারম্যান হয়েছিলেন। ২০২১ সাল পর্যন্ত চেয়ারম্যান ছিলেন। অপহরণের ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। বৃহস্পতিবার তিনি আদালতে জবানবন্দি দিয়েছেন বলে জানতে পেরেছি।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, অপহৃত ব্যবসায়ী হারুন অর রশিদকে উদ্ধার ও ৬ অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম