Logo
Logo
×

সারাদেশ

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা

ফেনীতে সাবেক এসপি ওসিসহ ২৮ জনের বিরুদ্ধে মামলা

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪, ১১:০২ পিএম

ফেনীতে সাবেক এসপি ওসিসহ ২৮ জনের বিরুদ্ধে মামলা

ফেনীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরের দুটি বাসে বোমা হামলা ও আগুন দেওয়ার ঘটনায় আদালতে মামলার আবেদন করেছেন ক্ষতিগ্রস্ত গাড়ির মালিক আবুল কাশেম মিলন। ঘটনার ৭ বছর পর বৃহস্পতিবার ফেনী সদর আদালতে মামলাটি করা হয়েছে।


ফেনীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসাদ বেগম আবেদনটি আমলে নিয়ে পুলিশের কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন জামা দিতে শুক্রবার আদেশ দেন।


মামলার বাদী যমুনা হাই ডিলাক্স পরিবহণ চেয়ারম্যান আবুল কাশেম মিলন মামলায় তত্কালীন পুলিশ সুপার জাহাঙ্গীর সরকারসহ ২৮ জনের নাম উলে্লখ করে ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করেছেন।


মামলায় উলে্লখ করা হয়, ২০১৭ সালের ৩১ অক্টোবর কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ঢাকায় ফেরার পথে খালেদা জিয়ার গাড়িবহর মহিপাল এলাকায় পঁেৌছালে আওয়ামী লীগ সন্ত্রাসীরা হামলা চালায়। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। হামলাকারীরা খালেদা জিয়াকে হত্যার উদ্দেশে বোমা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। একপর্যায়ে যমুনা পরিবহণের একটি বাস ও চেৌদ্দগ্রাম ট্রান্সপোর্টের একটি বাসে আগুন ধরিয়ে দেয়। এতে প্রায় ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

তত্কালীন পুলিশ সুপার ছাড়াও মামলায় উলে্লখযোগ্য অন্য আসামিরা হলেন সহকারী পুলিশ সুপার (ডিএসবি) আমিনুল ইসলাম, ফেনী মডেল থানার তত্কালীন ওসি মো. রাশেদ খান চেৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি করিম উল্যা বিকম, পরশুরাম উপজেলা সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন চেৌধুরী সাজেল, ফুলগাজী উপজেলা সাধারণ সম্পাদক হারুন মজুমদার, জেলা যুবলীগ সভাপতি দিদারুল কবির রতন, দাগনভূঞা পেৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওমর ফারুক খান প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম