Logo
Logo
×

সারাদেশ

কাভার্ডভ্যানের ধাক্কায় পথচারীসহ নিহত ২

Icon

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ০৪:২৫ পিএম

কাভার্ডভ্যানের ধাক্কায় পথচারীসহ নিহত ২

প্রতীকী ছবি

কুষ্টিয়ার মিরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানের ধাক্কায় ভ্যানচালকসহ দুজন নিহত হয়েছেন।

মঙ্গলবার বিকালে উপজেলার কুষ্টিয়া-পাবনা মহাসড়কের বহলবাড়িয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

মিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন-উপজেলার বহলবাড়িয়া এলাকার মৃত তোয়াক্কেল গাইনের ছেলে বিটু (৪৬) এবং একই এলাকার সাহেবনগর গ্রামের খোরশেদ অরূপে গুরা (৮২)। 

স্থানীয় থানা পুলিশ জানায়, কুষ্টিয়াগামী সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ভ্যানকে ধাক্কা দেয়। এসময় বৃদ্ধ পথচারীসহ ভ্যানচালক রাস্তার পাশে খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয়। 

মিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে পেছন থেকে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। এসময় ভ্যানচালক এবং একজন পথচারী ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে মিরপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে।

কুষ্টিয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম