Logo
Logo
×

সারাদেশ

চুনারুঘাটে জহুর আলীর লাশ হস্তান্তর করেছে বিএসএফ

Icon

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ০৩:১০ এএম

চুনারুঘাটে জহুর আলীর লাশ হস্তান্তর করেছে বিএসএফ

চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্ত দিয়ে জহুর আলীর লাশ হস্তান্তর করেছে বিএসএফ। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় বাল্লা সীমান্তের নোম্যান্সল্যান্ডে নিহতের ছেলে অলি হাসানের কাছে ত্রিপুরার খোয়াই থানা পুলিশ ও বিএসএফ লাশ হস্তান্তর করে। 

এ সময় বাল্লা বিজিবি কোম্পানি কমান্ডার নজরুল ইসলাম, চুনারুঘাট থানার ওসি তদন্ত শফিকুল ইসলাম এবং ত্রিপুরার খোয়াই বিএসএফ কোম্পানি কমান্ডার পুরনেন্দু ও খোয়াই থানার ইন্সপেক্টর শুভেন্দু দেববরমা, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলীসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উপজেলার গাজীপুর ইউনিয়নের পশিম ডুলনা গ্রামের মুনসুব উল্লার ছেলে জহুর আলী গত শনিবার বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। রোববার সকালে ত্রিপুরার খোয়াই মহকুমার গৌড়নগর এলাকায় তার লাশ পাওয়া যায়। পরে বিএসএফ তার লাশ উদ্ধার করে খোয়াই পুলিশের কাছে হস্তান্তর করে।

বৃহস্পতিবার দুপরে খোয়াই হাসপাতালে নিহতের ময়নাতদনে্তর পর বিকালে বাল্লা সীমানে্ত তার লাশ হস্তান্তর করে।

বিএসএফ লাশ

)
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম