Logo
Logo
×

সারাদেশ

ছাত্র আন্দোলনে হামলা, রিয়াজউদ্দিন বাজার বণিক সমিতির সভাপতি গ্রেফতার

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪১ পিএম

ছাত্র আন্দোলনে হামলা, রিয়াজউদ্দিন বাজার বণিক সমিতির সভাপতি গ্রেফতার

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশে হামলার অভিযোগে দায়ের করা একটি মামলায় রিয়াজউদ্দিন বাজার বণিক সমিতির সভাপতি ছালামত আলীকে (৫৮) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দুপুর ২টার দিকে রিয়াজউদ্দিন বাজারের কর্ণফুলী টাওয়ারে তার অফিস থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশের একটি টিম।

ছালামত আলী রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকার মৃত হাজি মুন্সি মিয়ার ছেলে। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ওসি আবদুল করিম।

পুলিশ জানায়, সোমবার দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ছালামত আলীকে গ্রেফতার করা হয়। গত বছরের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিউমার্কেট মোড়ে সমাবেশে হামলার অভিযোগে দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি তিনি। গ্রেফতার এড়াতে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

কোতোয়ালি থানার ওসি আবদুল করিম যুগান্তরকে জানান, রিয়াজউদ্দিন বাজার বণিক সমিতির সভাপতি ছালামত আলীকে গ্রেফতার করা হয়েছে। তিনি কোতোয়ালি থানায় দায়েরকৃত একটি মামলার এজাহারভুক্ত আসামি। তাকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম