Logo
Logo
×

সারাদেশ

এবার যশোরেও ডাস্টবিনে শেখ হাসিনার ছবি

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৪ এএম

এবার যশোরেও ডাস্টবিনে শেখ হাসিনার ছবি

এবারের অমর একুশে বইমেলায় ডাস্টবিনে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি যুক্ত করার ঘটনা ঘটেছে।  বিগত দেড় দশকের বেশি সময় ধরে জনগণের ওপর চালানো নানা নৃশংসতার ঘৃণা স্বরূপ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ডাস্টবিনে ছবি যুক্ত করা হয়।  সেই ছবি ইতোমধ্যে ভাইরাল হয়েছে। নেটিজেন পাড়ায় হচ্ছে নানা আলোচনা। সেই রেশ না কাটতেই এবার যশোরে ডাস্টবিনে আওয়ামী লীগ সভাপতির ছবি লাগানো হয়েছে।

মঙ্গলবার জেলা প্রশাসনের সহযোগিতায় সমাজের সুবিধাবঞ্চিত শিশু ও বয়স্কদের নিয়ে দিনব্যাপী নানা আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখা। পৌরপার্কে করা সেই আয়োজনেই ডাস্টবিনে শেখ হাসিনার ছবি লাগানো হয়েছে। এছাড়া টয়লেটের সিঁড়িতেও ছবি লাগিয়ে দিয়েছেন আয়োজকরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহবায়ক রাশেদ খান বলেন, ‘স্বৈরাচার শেখ হাসিনা দুই হাজারেরও বেশি ছাত্র-জনতাকে হত্যা করেছে। বিশ হাজারেরও বেশি মানুষকে আহত করেছে। তাই শেখ হাসিনাকে বাংলাদেশে অবাঞ্ছিত ঘোষণা করতে চাই। বইমেলার ডাস্টবিনে শেখ হাসিনার ছবি দিয়ে মেসেজ দেওয়া হয়েছে যে তাকে বাংলার মানুষ ঘৃণা করে। তারই ধারাবাহিকতায় একই মেসেজ ছড়িয়ে দিতে এমন উদ্যোগ।

যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম বলেন, ‘যারা বিপথগামী হতে চায়, যারা আবার নতুন করে ফ্যাসিবাদের মতো আচরণ করতে চায় তাদেরকে বুঝিয়ে দিতে হবে বৈষম্যবিরোধী আন্দোলন এখনো শেষ করিনি। সেই কারণে তরুণদেরকে সবসময় সজাগ থাকতে হবে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম