আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে জামালপুরে মশাল মিছিল
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে জামালপুরে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বৃহস্পতিবার সন্ধ্যায় মশাল মিছিলটি শহরের ফৌজদারি মোড় থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে সরকারি আশেক মাহমুদ কলেজ মাঠে গিয়ে শেষ হয়।
পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুরের আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাস ও যুগ্ম আহ্বায়ক আফরিন জান্নাত আঁখি।
এ সময় বক্তারা দ্রুত স্বৈরাচারী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে আওয়ামী লীগ সরকারের সব গুম, খুন, দুর্নীতিসহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানান।
