ঋণে জর্জরিত ভ্যানচালকের কাণ্ড
সোনাইমুড়ি (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নোয়াখালীর সোনাইমুড়িতে ঋণের দায়ে জর্জরিত হয়ে ভ্যানচালক নুর নবী ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার ভোরে নিজ বাড়ির অদূরে আমগাছে ঝুলন্ত অবস্থায় সোনাইমুড়ি থানা পুলিশ লাশ উদ্ধার করে।
নুর নবী (৩০) উপজেলার বজরা ইউনিয়নের বগাদিয়া গ্রামের তোফায়েল মাওলানার পুরাতন বাড়ীর হাবিব উল্লার ছেলে।
স্থানীয় আবদুর রহমান জানান, নুর নবী পেশায় একজন ভ্যানচালক ছিলেন। ভ্যান চালিয়ে তার পুরো পরিবার নির্ভরশীল। গত তিন বছর ধরে ভ্যানচালকের কাজ করে লোকসান হতে থাকে। এতে তিনি অনেক দায়-দেনা হয়ে যান। দেনা মেটাতে তিনি একটি এনজিও সংস্থা থেকে ১ লাখ টাকা লোন নেন; কিন্তু কিস্তির টাকা ঠিকমতো পরিশোধ করতে পারতেন না। এছাড়া বিভিন্ন ব্যক্তি ও দোকানপাটে অনেক দেনা ছিলেন। সব কিছু মিলে তিনি সব সময় মানসিক চাপে থাকতেন। কিস্তির টাকার দায়ে আত্মহত্যার পথ বেঁচে নিয়েছেন।
সোনাইমুড়ি থানার ওসি মোরশেদ আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নোয়াখালী জেনারেল হাসপাতালে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর হয়েছে।
