Logo
Logo
×

সারাদেশ

অপারেশন ডেভিল হান্ট: জামালপুরে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৪ পিএম

অপারেশন ডেভিল হান্ট: জামালপুরে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার

‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের তৃতীয় দিনে জামালপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীসহ মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। 

গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলার নরুন্দি ব্রহ্মোত্তর এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে আওয়ামী লীগ কর্মী মো. সাইদুর রহমান, সরিষাবাড়ী উপজেলার হাটবাড়ী এলাকার মো. সুরুজ্জামানের ছেলে ছাত্রলীগ নেতা মো. আল আমিন, ইসলামপুর উপজেলার লক্ষ্মীপুর বালুর চর এলাকার মৃত জামাল প্রামাণিকের ছেলে আওয়ামী লীগ কর্মী মো. হুমায়ুন রশিদ ওরফে দুলাল মিয়া, সিরাজাবাদ এলাকার মৃত সহিদুর রহমান খানের ছেলে যুবলীগ নেতা মো. সাজেদুল ইসলাম শামীম, উত্তর সিরাজাবাদ এলাকার মো. ফজলুর রহমানের ছেলে ছাত্রলীগ নেতা মো. তানজিল হোসেন, মাদারগঞ্জ উপজেলার বানিকুঞ্জ এলাকার মরহুম মির্জা আব্দুল মতিনের ছেলে যুবলীগ নেতা মির্জা আবুল কালাম আজাদ ওরফে বাদল, চর মদন গোপাল এলাকার মোহাম্মদ নায়েব আলীর ছেলে যুবলীগ নেতা মো. আলম হোসেন, গজারিয়া এলাকার মরহুম দলিল উদ্দিনের ছেলে আওয়ামী লীগ নেতা মো. মোহাম্মদ আমেজ উদ্দিন, মেলান্দহ উপজেলার শাহাজাতপুর এলাকার লোকমান ফারাজীর ছেলে যুবলীগ নেতা সুজাউল হক, দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী আকন্দপাড়া এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে আওয়ামী লীগ নেতা  মো. শফিকুল ইসলাম, ডালাবাড়ী এলাকার মরহুম ইদ্রিসের ছেলে তাঁতী লীগ নেতা সুলতান, বকশীগঞ্জ উপজেলার বালুগাঁও ধানুয়া কামালপুর এলাকার মরহুম আ. মজিদের ছেলে যুবলীগ নেতা গোলাম রব্বানী।

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ সাংবাদিকদের জানান, গত ২৪ ঘণ্টার অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে। 

তিনি বলেন, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে বিশেষ এ অভিযান অব্যাহত থাকবে।

জামালপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম