Logo
Logo
×

সারাদেশ

কাউখালীতে বিদেশি সিগারেটসহ বিএনপির ৪ নেতাকর্মী আটক

Icon

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ০৮:৪৩ পিএম

কাউখালীতে বিদেশি সিগারেটসহ বিএনপির ৪ নেতাকর্মী আটক

রাঙামাটির কাউখালীতে বিদেশি সিগারেটসহ বিএনপির ৪ নেতাকর্মীকে আটক করেছেন যৌথবাহিনীর সদস্যরা। 

বৃহস্পতিবার সকালে পরিচালিত অভিযানে কাউখালী উপজেলার বেতছড়ি এলাকা থেকে বিদেশি সিগারেট পাচারকালে তাদের আটক করা হয়। 

আটকরা হলেন- কাউখালী উপজেলা কৃষক দলের সহ-সভাপতি ইসমাইল, উপজেলা তাঁতী দলের যুগ্ম সম্পাদক রিপন, উপজেলা যুবদলের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক সেলিম মাহমুদ ও বাড়ির মালিক শামশুদ্দিন। এ সময় তাদের কাছ থেকে ৩১ কার্টুন অবৈধ বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে বলে জানায় কাউখালী থানা পুলিশ। 

কাউখালী থানার ওসি সাইফুল ইসলাম সোহাগ জানান, জব্দ করা সিগারেটের মূল্য প্রায় ৩২ লাখ টাকা। এদিন ভোর থেকে অভিযান পরিচালিত হয়। একটি সংঘবদ্ধ চক্র এ সিগারেট চোরাচালানে সরাসরি জড়িত। অভিযানে চক্রটির চার সদস্যকে হাতেনাতে আটক করা হয়েছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে কাউখালী থানায় মামলা করে আটকদের আদালতে চালান দেওয়া হয়। 

বিএনপি যৌথবাহিনী রাঙামাটি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম