|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার হোমনা উপজেলায় এক বিরল ঘটনার সাক্ষী হয়েছেন এলাকাবাসী। উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের জগন্নাতকান্দি গ্রামে ছয় পা-বিশিষ্ট একটি বাছুর গরুর জন্ম হয়েছে সোমবার বিকালে। জন্মের পর থেকেই বাছুরটি সম্পূর্ণ সুস্থ রয়েছে এবং স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছে।
কৃষক মো. আক্তার হোসেনের গাভি এই বাছুরটির জন্ম দেয়। এমন অস্বাভাবিক শারীরিক গঠনের পরও বাছুরটি সুস্থ থাকায় বিস্ময় প্রকাশ করছেন স্থানীয়রা। বিরল এই দৃশ্য দেখতে প্রতিদিনই আশপাশের গ্রামসহ দূর-দূরান্ত থেকে উৎসুক জনতা ভিড় জমাচ্ছেন কৃষক আক্তার হোসেনের বাড়িতে।
কৃষক আক্তার হোসেন বলেন, আমি দীর্ঘদিন ধরে গরু লালন-পালন করছি। কিন্তু এমন ঘটনা আগে কখনো দেখিনি। আমার খামারে বর্তমানে ছয়টি গরু রয়েছে। তবে ছয় পা বিশিষ্ট বাছুরটির জন্ম সত্যিই অবাক হয়েছি।
স্থানীয় বাসিন্দারা জানান, তারা এ পর্যন্ত চার পা বিশিষ্ট বাছুরই দেখে এসেছেন। ছয় পা-বিশিষ্ট বাছুর তারা এই প্রথম দেখলেন। একে তারা বিরল ঘটনা হিসেবেই দেখছেন। এমনকি এ ধরনের ঘটনা সচরাচর দেখা যায় না, তাই একবার দেখার কৌতূহল থেকেই মানুষ ভিড় করছেন বলে জানান তারা।
এ বিষয়ে হোমনা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শফিকুল আলম বলেন, এটি মূলত জন্মগত প্রতিবন্ধী,এমন ঘটনা অহরহ হচ্ছে। তবে সবচেয়ে আশার কথা হলো বাছুরটি সুস্থ ও স্বাভাবিক আচরণ করছে এবং নিয়মিত খাবার খাচ্ছে।
