Logo
Logo
×

সারাদেশ

বনশ্রীতে স্বর্ণ ডাকাতিতে গ্রেফতার আমিনুল ছাত্রলীগ, সুমন শ্রমিক দল নেতা

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ১১:০৩ পিএম

বনশ্রীতে স্বর্ণ ডাকাতিতে গ্রেফতার আমিনুল ছাত্রলীগ, সুমন শ্রমিক দল নেতা

রাজধানীর বনশ্রী এলাকায় ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ডাকাতির চাঞ্চল্যকর ঘটনায় জড়িত ৬ জনের মধ্যে দুইজনের বাড়ি পটুয়াখালীর বাউফলে।

এদের মধ্যে একজন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য আমিনুল ইসলাম ও অন্যজন শ্রমিক দল নেতা সুমন মোল্লা। ছাত্রলীগের আমিনুল পেশাদার ডাকাত। এর আগেও তাকে আগ্নেয়াস্ত্রসহ ডাকাতি মামলায় গ্রেফতার করা হয়েছিল।

শনিবার তাদের গণমাধ্যমের সামনে হাজির করার পর স্থানীয়ভাবে খোঁজ নিয়ে এ তথ্য পাওয়া যায়।

গ্রেফতার আমিনুল ইসলাম বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের নতুন ইউনিয়ন পরিষদ এলাকার বাসিন্দা ইকবাল মৃধার ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের সদস্য। এছাড়াও গ্রেফতার সুমন মোল্লা একই ইউনিয়নের আয়নাবাজ কালাইয়া গ্রামের বাসিন্দা শাহজাহান মোল্লার ছেলে। তিনি কালাইয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড শ্রমিক দলের সহ-দফতর সম্পাদক।

খোঁজ নিয়ে জানা যায়, এর আগে ছাত্রলীগ নেতা আমিনুল একাধিক ডাকাতির ঘটনায় সরাসরি নেতৃত্ব দেওয়ার অভিযোগে আটক হয়েছিলেন। একের পর এক ডাকাতির ঘটনার পর জেলা পুলিশের কয়েকটি টিমের যৌথ তদন্তে আমিনুল আন্তঃবিভাগ ডাকাত দলের সদস্য হিসেবে শনাক্ত হয়। ২০২৩ সালের ৯ নভেম্বর আমিনুলসহ ডাকাত দলের ৭ সদস্যকে আটক করেছিল পুলিশ। ডাকাত দলকে আশ্রয় দেওয়াসহ অস্ত্রের জোগানদাতাও ছিলেন আমিনুল। এছাড়া একাধিক ডাকাতির নেতৃত্বেও ছিলেন তিনি। পটুয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কাছে জবানবন্দিতে এ অভিযোগ স্বীকার করেছিল আমিনুল।

বিভিন্ন সূত্র থেকে ওই দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তবে তাদের পরিচয় জানাতে গিয়ে কেউ নিজের পরিচয় প্রকাশ করতে রাজি হননি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাজনৈতিক সভা-সমাবেশে ব্যস্ত থাকতেন আমিনুল ইসলাম। স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতে পরিচিত ও প্রভাবশালী নেতা তিনি। এদিকে আমিনুল গ্রেফতারের পর তার সঙ্গে সাবেক চিফহুইপ ও পটুয়াখালী-২ আসনের সাবেক সংসদ সদস্য আসম ফিরোজের সঙ্গে একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বাউফল উপজেলা শ্রমিক দলের আহবায়ক হাসান মাহমুদ মঞ্জু বলেন, আমি সুমন মোল্লাকে ব্যক্তিগতভাবে চিনি না। তিনি কমিটিতে কিভাবে আসলেন বলতে পারছি না। তবে ইউনিয়ন শ্রমিক দলকে নির্দেশ দেওয়া হয়েছে তাকে বহিষ্কারের জন্য।

এ বিষয়ে বাউফল থানার পরিদর্শক আতিকুল ইসলাম বলেন, আমিনুল পেশাদার ডাকাত এবং তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। এর আগেও তাকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করা হয়েছিল।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম