Logo
Logo
×

সারাদেশ

ফেসবুক পোস্টের জেরে যুবককে কুপিয়ে হত্যা

Icon

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১১:১৬ পিএম

ফেসবুক পোস্টের জেরে যুবককে কুপিয়ে হত্যা
বাগেরহাটের চিতলমারীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট নিয়ে কাজী নিজাম নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বুধবার সকাল ১১টার দিকে ঢাকা মেডেকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
এর আগে মঙ্গলবার রাতে উপজেলার হিজলা ইউনিয়নের মাঠপাড়া তিন মোহনায় ওই যুবককে কুপিয়ে আহত করা হয়। রাতেই আহত নিজামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নিহত কাজী নিজাম হিজলা গ্রামের মৃত নুর মোহাম্মদের কাজীর ছেলে।
এদিকে কাজী নিজামের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুদ্ধ জনতা হত্যার সঙ্গে জড়িতদের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা করে। তবে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

চিতলমারী থানার ওসি এস এম শাহাদাৎ হোসেন জানান, ফেসবুকে পোস্ট করা নিয়ে এ ঘটনা ঘটে। হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে।পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে।
Jamuna Electronics

img img
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম