Logo
Logo
×

সারাদেশ

সিলেট সীমান্তে ১২ কোটি টাকার চোরাচালান জব্দ

Icon

সিলেট ব্যুরো ও গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১২:২৮ এএম

সিলেট সীমান্তে ১২ কোটি টাকার চোরাচালান জব্দ

সিলেটে ১২ কোটি টাকার পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি); যা সীমান্তে আটক হওয়া চোরাচালানগুলোর মধ্যে সর্ববৃহৎ।

বুধবার বিজিবি সিলেট সেক্টরের অধীনে ব্যাটালিয়ন-৪৮ সিলেটের গোয়াইনঘাট উপজেলার প্রতাপপুর সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।

বিজিবি জানায়, বুধবার সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, থান কাপড়, বিভিন্ন প্রকার কসমেটিকস, ট্যাং, বাসমতি চাল, জিরা, চিনি, কমলা, পোস্ত দানা, কাজুবাদাম এবং কিসমিস আটক করে। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১২ কোটি টাকা।

ধারণা করা হচ্ছে, আগামী ঈদকে সামনে রেখে এ বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য চোরাকারবারিরা বাংলাদেশে নিয়ে এসেছে।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের ৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন, সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানির মালামাল জব্দ করা হয়। জব্দকৃত চোরাচালানির মালামালসমূহের ব্যাপারে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম