Logo
Logo
×

সারাদেশ

চেহারা শনাক্তকরণে বোর্ডের সামনে ছাত্রীদের মুখ না খোলার নির্দেশ

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১২:৩০ এএম

চেহারা শনাক্তকরণে বোর্ডের সামনে ছাত্রীদের মুখ না খোলার নির্দেশ

পেশাগত পরীক্ষায় চেহারা শনাক্তকরণে বোর্ডের সামনে ছাত্রীদের মুখ না খোলার নির্দেশ দিয়েছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) কর্তৃপক্ষ। এ প্রক্রিয়ায় আলাদা কক্ষ ও নারী শিক্ষকের উপস্থিত নিশ্চিত করতে হবে।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের বিভিন্ন পেশাগত পরীক্ষার সময় ছাত্রীদের চেহারা শনাক্ত করার জন্য তাদের আলাদা কক্ষে নারী শিক্ষকের সহায়তায় প্রবেশপত্রের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষার্থীর চেহারা মিলিয়ে দেখা যেতে পারে; কিন্তু কোনোভাবেই পরীক্ষা বোর্ডের সামনে এরূপ করা যাবে না।

এছাড়া কলেজ ক্যাম্পাস, হাসপাতাল কিংবা ছাত্র-ছাত্রী নিবাসে কোনো শিক্ষার্থীকে তার পোশাক বা অবয়ব নিয়ে কটূক্তি করা যাবে না বলেও উল্লেখ করা হয়েছে নোটিশে। বিষয়টি অতীব জরুরি বলে গত সোমবার এ নোটিশ ইস্যু করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম