Logo
Logo
×

সারাদেশ

নড়াইলে প্রবাসীকে কুপিয়ে হত্যা

Icon

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ০২:৫৯ পিএম

নড়াইলে প্রবাসীকে কুপিয়ে হত্যা

নড়াইলের কালিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে আকরাম শেখ (৪৫) নামে এক সৌদি প্রবাসীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। 

বুধবার (১২ মার্চ) রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার নড়াগাতী থানার চর জয়নগরে এ ঘটনা ঘটে। 

নিহত আকরাম উপজেলার জয়নগর ইউনিয়নের চর জয়নগর গ্রামের  হেকমত  শেখের ছেলে। 

জানা যায়, তিন মাসের ছুটিতে আকরাম দেশে এসেছেন। চর জয়নগর গ্রামের হেকমত শেখ ও আনসার জমাদ্দার গ্রুপের মধ্যে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বুধবার রাত সাড়ে ৭টার দিকে আকরাম স্থানীয় চা দোকানে যান। আনসার জমাদ্দার পক্ষের ১৫ থেকে ২০ জনের একটি দল আকরামের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় শরীরের বিভিন্ন জায়গায় তাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এদিকে আকরামের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হেকমত পক্ষের লোকজন আনসার জমাদ্দার সমর্থিতদের বেশ কয়েকটি বাড়ি-ঘর ভাঙচুর করে এবং আগুন দিয়েছে। 

নড়াগাতী থানার ওসি মো.শরিফুল ইসলাম বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ওই এলাকার পরিস্থিতি এখন শান্ত আছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে যৌথবাহিনীর অভিযান চলছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম