স্ত্রীর সঙ্গে অভিমান করে গলায় ফাঁস

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ০৩:০৫ পিএম

ঢাকার ধামরাইয়ে স্ত্রীর সঙ্গে অভিমান করে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে মো. আশিকুজ্জামান আশিক (২২) নামে এক যুবক। পৌরশহরের ৬ নং ওয়ার্ডের খেজুর টেক এলাকায় এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আশিক চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানা সদরের মো. আনোয়ার হোসেনের ছেলে। এ ঘটনায় ধামরাই থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার উপ-পুলিশ পরিদর্শক মো. সাইফুল ইসলাম।
আশিকের স্ত্রী ফাতেমা বেগম বলেন, রাতে আমার স্বামীর সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে ঝগড়া হয়। আমি সকালে ঘুমে ছিলাম। সাতটার দিকে ঘুম থেকে উঠে দেখি আমার স্বামীর লাশ ঘরের আড়ালের সঙ্গে ঝুলছে। সঙ্গে সঙ্গে আশপাশের লোকজনকে ডেকে জড়ো করি। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ধামরাই থানার এসআই মো. সাইফুল ইসলাম বলেন, ঝুলন্ত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য রাজধানীর হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে ধামরাই থানায় একটি ইউ ডি মামলা দায়ের করা হয়েছে।