Logo
Logo
×

সারাদেশ

সাতছড়ি জাতীয় উদ্যানে আগুন, পুড়ল ১ একর

Icon

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ১০:৩৫ এএম

সাতছড়ি জাতীয় উদ্যানে আগুন, পুড়ল ১ একর

হবিগঞ্জের চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরের দিকে লাগা এ আগুনে দ্রুত ছড়িয়ে পড়ে। এতে পুড়ে গেছে উদ্যানের এক একর বনভূমি। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ধারণা করা হচ্ছে, সিগারেটের উচ্ছিষ্ট থেকে এ আগুন লাগতে পারে।

বনবিভাগ সূত্রে জানা গেছে, দুপুরের পরে জাতীয় উদ্যানের উত্তর দিকে ও সড়কের পূর্ব দিকে আগুন লাগে।  বিষয়টি জেনে দ্রুতই ঘটনাস্থলে যায় বন বিভাগের সদস্যরা। তাদের এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নেভে।

সাতছড়ি রেঞ্জ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘কে বা কারা আগুন লাগিয়েছে তা জানা যায়নি। ধারণা করছি, কারো ফেলে দেওয়া সিগারেটের আগুন থেকে বনে আগুন লাগতে পারে।’

তিনি আরও বলেন, ‘যে স্থানে আগুন লেগেছে তার পাশ দিয়েই এলাকার কিছু মাদক ও চোরাকারবারির আনা গোনা রয়েছে। এরা  ওই স্থান দিয়ে সীমান্তে আসা যাওয়া করে। কোনো কোনো সময় চোরাই পণ্যও আসে।’

আগুনে ক্ষতির বিষয়ে আব্দুল্লাহ আল মামুন বলেন, আগুনে বড় ধরণের ক্ষতি হয়নি। আগুন নিয়ন্ত্রণে না আনতে পারলে অসংখ্য বন্যপ্রাণী পুড়ে মারা যেত পারত।’ 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম