Logo
Logo
×

সারাদেশ

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে

Icon

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১০:৩৪ এএম

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে

রংপুরের তারাগঞ্জে সাগর ইসলাম (২০) নামের এক যুবকের বিরুদ্ধে মানসিক ভারসাম্যহীন কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে শুক্রবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

মামলার অভিযোগ ও কিশোরীর পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার কাজের উদ্দেশে বাড়ি থেকে বের হন ওই কিশোরীর বাবা-মা। ওই সময় কিশোরী বাড়িতে একা ছিল। এ সুযোগে সাগর ঘরে ঢুকে কিশোরীকে ধর্ষণ করে। এ সময় কিশোরীর চিৎকারে স্থানীয় লোকজন এসে যুবককে আটক করে। খবর দেওয়া হলে সাগরকে আটক করে নিয়ে যায় পুলিশ। এ ঘটনায় ওইদিন রাতেই ভুক্তভোগীর বাবা থানায় মামলা করে। সেই মামলায় সাগরকে গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হয়।

তারাগঞ্জ থানার ওসি সাইদুল ইসলাম বলেন, ‘অভিযুক্ত সাগরকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম