Logo
Logo
×

সারাদেশ

পাহাড়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

Icon

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ০৯:১৬ পিএম

পাহাড়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

পাহাড়ি অঞ্চল রাঙামাটির লংগদুতে বজ্রপাতে জাবেদ আলী (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে লংগদু উপজেলার বগাচতর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মুসলিম ব্লক এলাকায় এ ঘটনা ঘটে।

ওই সময় বাবুল হোসেনের ছেলে জাবেদ জমিতে কাজ করছিলেন বলে জানা গেছে।

জানা যায়, হালকা বৃষ্টিপাতের সঙ্গে বিকট বজ্রপাত শুরু হলে এতে আঘাতপ্রাপ্ত হন জাবেদ। তাৎক্ষণিক উদ্ধার করে তাকে লংগদু সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কর্তব্যরত চিকিৎসক ডা. মোস্তফা মনির বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের লোকজন তাকে (জাবেদ) হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষায় দেখা যায়- আগেই তার মৃত্যু হয়েছে।

রাঙামাটি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম