Logo
Logo
×

সারাদেশ

শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে আটক করে পুলিশে দিল ছাত্র সমাজ

Icon

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০৯:৪৮ পিএম

শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে আটক করে পুলিশে দিল ছাত্র সমাজ

টাঙ্গাইলের মধুপুরে চতুর্থ শ্রেণির শিশু শিক্ষার্থীকে (১০) ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় লিখিত দেওয়ায় বিক্ষুব্ধ হয়ে ভুক্তভোগীর বাড়িতে আক্রমণ করে আব্দুর রহিম (২২) নামের এক যুবক। পুলিশের ভয়ে পালানোর পরে পার্শ্ববর্তী এলাকার লোকজন ছাত্র সমাজের সহযোগিতায় তাকে পাকড়াও করে পুলিশে দিয়েছেন।

মঙ্গলবার বিকালে কুড়ালিয়া ইউনিয়নের ভাণ্ডারগাতি থেকে তাকে আটক করা হয়।

এর আগে সোমবার সকালে উপজেলার আউশনারা ইউনিয়নের গোপিনাথপুর (বেলচুঙ্গী) গ্রামের চতুর্থ শ্রেণির পড়ুয়া শিশুকে ধর্ষণের চেষ্টা করে একই গ্রামের ইয়াকুব আলীর ছেলে ওই আব্দুর রহিম। এ ঘটনায় শিশুটির বাবা রাতেই থানায় অভিযোগ দিয়েছেন।

অভিযোগে তিনি জানান, সোমবার সকাল ৯টার দিকে বাড়ির পাশে খেলার সময় আব্দুর রহিম তার মেয়েকে ভুট্টাখেতে টেনে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সে পালিয়ে যায়। মঙ্গলবার সকালে থানায় অভিযোগের খবর জেনে আব্দুর রহিম ভুক্তভোগী ওই শিশুর বাড়িতে গিয়ে হুমকি ধমকি দেওয়ার সময় হামলা করার চেষ্টা করে। এমন খবরে পুলিশ গেলে টের পেয়ে সরে পড়ে আব্দুর রহিম।

বিকালে পাশের গ্রাম ভাণ্ডারগাতি এলাকাবাসী তাকে আটক করেন। খবর পেয়ে সেখানে দ্রুত উপস্থিত হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকর্মী মাজহারুল ইসলাম, মেহেদী হাসান মৃদুলসহ স্থানীয় সাধারণ ছাত্র সাদিকুর রহমান, শিহাব উদ্দিন, মাহমুদুল হাসান যুবদলকর্মী মাজহারুল ইসলাম শুভ, ছাত্রদলের রাজিব বিক্ষুব্ধ জনতার হাত থেকে আব্দুর রহিমকে রক্ষা করে একটি ঘরে আটকিয়ে পুলিশে খবর দেন।

এসআই মো. সেলিম সিকদারের নেতৃত্বে মধুপুর থানার পুলিশের একটি টিম অভিযুক্ত আব্দুল রহিমকে আটক করে থানায় নিয়ে যায়। 

এদিকে যুবকের বিরুদ্ধে পূর্বেও একাধিক ধর্ষণ চেষ্টার অভিযোগ আছে। 

মধুপুর থানার ওসি এমরানুল কবীর জানান, অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম