মাগুরার সেই শিশু ধর্ষণের বিচার ইসলামি আইনে দেখতে চাই: শাহজাহান চৌধুরী
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১১:০০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
মাগুরার ছোট্ট সেই শিশু ধর্ষণ ও হত্যার বিচার ইসলামি আইনেই দেখতে চান চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমির শাহজাহান চৌধুরী। তিনি বলেছেন, এ ঘটনার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার না হলে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি ঘটবে। নতুন বাংলাদেশে এ ধরনের ঘটনা ঘটতে দেওয়া যাবে না।
মঙ্গলবার সন্ধ্যায় বিশিষ্ট ব্যক্তি ও রাজনীতিবিদদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।
নগরীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত মাহফিলে চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, নগর জামায়াতের সেক্রেটারি নুরুল আমিন ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, সাংবাদিক ও পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
শাহজাহান চৌধুরী আরও বলেন, অতীতের সমস্ত খুন গুম হত্যা নির্যাতনে জড়িতদের আইনের আওতায় এনে বিচার করতে হবে। মিথ্যা ও সাজানো মামলায় সাজা দিয়ে কারাগারে আটকে রাখা জামায়াতের কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে।
তিনি বলেন, শিক্ষা সংস্কার, বিচারিক সংস্কার, পুলিশের সংস্কারসহ প্রয়োজনীয় সংস্কার শেষে এমন একটি নির্বাচন দিতে হবে, যেটি বিশ্বের কাছে নন্দিত হবে। আর এই লক্ষ্যে দলমতের ঊর্ধ্বে উঠে সুন্দর ও নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি চট্টগ্রামে আরও একটি মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ এবং জলাবদ্ধতা নিরসনে অন্তর্বর্তী সরকার যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগের দ্রুত ও সফল বাস্তবায়নের দাবি জানান।
