Logo
Logo
×

সারাদেশ

কিশোরগঞ্জে মসজিদের খতিবের গলাকাটা মরদেহ উদ্ধার

Icon

কিশোরগঞ্জ ব্যুরো

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১০:৫৭ পিএম

কিশোরগঞ্জে মসজিদের খতিবের গলাকাটা মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান এলাকার এক ভাড়া বাসা থেকে আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার জ্যেষ্ঠ মুহাদ্দিস ও বটতলা কাছারি মসজিদের খতিব মাওলানা লুৎফুর রহমানের (৭২) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার দুপুরে জেলা শহরের শোলাকিয়া ঈদগাহ এলাকার  ভাড়া বাসা থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। 

বুধবার দুপুরে গোসল করার জন্য ওয়াশরুমের গেলে সেখান থেকে হঠাৎ চিৎকারের শব্দ শুনে কাছে গিয়ে লুৎফুর রহমানকে গলাকাটা অবস্থায় দেখতে পান তার স্ত্রী। পরে স্থানীয়দের সহযোগিতায় চিকিৎসার জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, বিষয়টি নিয়ে আমরা পরিবারের সঙ্গে কথা বলছি। কিভাবে ও কেন এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে এবং কে বা কারা ঘটিয়েছে এ বিষয়ে তদন্তের কাজ চলছে।

কিশোরগঞ্জ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম