Logo
Logo
×

সারাদেশ

বকশীগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেফতার

Icon

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ০৮:০৭ পিএম

বকশীগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেফতার

জামালপুরের বকশীগঞ্জে পাখি দেওয়ার কথা বলে ভুট্টাখেতে নিয়ে ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এ অভিযোগে রিপন মিয়া (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২২ মার্চ) আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। 

শুক্রবার বকশীগঞ্জ পৌর শহরের কাকমারীপাড়া এলাকায় ভুট্টাখেতে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়।   

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যায় পৌর শহরের কাকমারীপাড়া এলাকায় মিস্টার আলীর ছেলে অভিযুক্ত রিপন মিয়া এলাকার ৯ বছর বয়সি একটি শিশুকে পাখি দেওয়ার কথা বলে বাড়ির পাশের ভুট্টাখেতে টেনে নিয়ে যায়। সেখানে শিশুকে ধর্ষণের চেষ্টা চালায়। 

এক পর্যায়ে শিশুটির চিৎকার শুনে এলাকাবাসী রিপনকে ধরে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে বকশীগঞ্জ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়, পরে থানায় নিয়ে যান।

বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহম্মদ জানান, অভিযুক্তকে আটক করে চিকিৎসা শেষে থানা নিয়ে আসি। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। শনিবার আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে। 

বকশীগঞ্জ ধর্ষণ যুবক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম