Logo
Logo
×

সারাদেশ

বাসনে গরু ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

Icon

গাজীপুর মহানগর প্রতিনিধি

প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ০৮:০১ পিএম

বাসনে গরু ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকায় এক গরু ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। সোমবার ভোরে বাসন থানাধীন ভোগড়া বাইপাস এলাকার একতা মার্কেটের গলিতে এ ঘটনা ঘটে।

তুচ্ছ ঘটনায় বাগবিতণ্ডার জেরে ওই ব্যবসায়ীকে ছুরিকাঘাত করা হয় বলে জানা গেছে।

মৃত ব্যবসায়ী মনিরুল ইসলাম (১৮) রংপুর জেলার পীরগঞ্জ থানার মিল্কি এলাকার সামাদের ছেলে। ভোগড়া বাইপাস এলাকার ভাড়া বাসায় থাকতেন তিনি।

বাসন থানার ওসি কায়সার আহমেদ জানান, হত্যাকাণ্ডের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাগবিতণ্ডার জেরে মনিরুল ইসলাম হত্যা করা হয়।

হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও আসামিদের গ্রেফতারে পুলিশের কাজ চলমান রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম