দেওয়ানগঞ্জে পদবঞ্চিতদের হামলায় ১০ যুবদল নেতাকর্মী আহত
দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১০:৪৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়ন যুবদলের নবগঠিত কমিটির নেতাদের ওপর হামলা, দোকান ভাঙচুর করেছেন পদবঞ্চিরা। এতে ১০ জন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় দেওয়ানগঞ্জ পাররামরামপুর ইউনিয়নের তারাটিয়া বাজারে এ ঘটনা ঘটে।
গুরুতর আহতরা হলেন- যুবদলের সহ-সভাপতি বাবুল মিয়া, ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুছ আলী, সহ-সম্পাদক আবু তাহের, খাদ্য বিষয়ক সম্পাদক আ. রাজ্জাক। তাদের দেওয়ানগঞ্জ হাসপাতালে চিকিৎসার জন্য আনা হলে কর্তব্যরত চিকিৎসক জেলা সদর হাসপাতালে রেফার্ড করেন।
অন্য আহতরা হলেন- সাংগঠনিক সম্পাদক পল্টন, যুবদল সদস্য লাভলু, সহ-সাংগঠনিক হুমায়ুন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান।
ইউনিয়ন যুবদলের সভাপতি লুলু মিয়া যুগান্তরকে জানান, কয়েক দিন আগে তাদের নবগঠিত কমিটি অনুমোদন হয়। সোমবার তারাটিয়া বাজারে ইফতারের আগমুহূর্তে তাদের ওপর হামলা করেন পদবঞ্চিতরা। সাধারণ সম্পাদকের দোকান ভাঙচুর করা হয়েছে বলে জানান তিনি।
