Logo
Logo
×

সারাদেশ

ঈদের দিনে জাফলংয়ে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

Icon

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ৩১ মার্চ ২০২৫, ০৬:৩৮ পিএম

ঈদের দিনে জাফলংয়ে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

সিলেটের গোয়াইনঘাটের পর্যটন কেন্দ্র জাফলংয়ে ঈদের দিনেই পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। সোমবার বিকালে জাফলং জিরো পয়েন্ট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মৃত মো. নয়ন হোসেন (১৩) সিলেটের সুবিধবাজার আবাসিক এলাকার মো. ফুল মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঈদের দিন নয়ন মিয়াসহ তারা ১৩ জন বন্ধু একটি পিকআপে করে দুপুরের দিকে জাফলংয়ে বেড়াতে আসেন। বিকালের দিকে নয়নসহ কয়েকজন বন্ধু মিলে জিরো পয়েন্টে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে নয়ন স্রোতের টানে পানিতে তলিয়ে যায়। এরপর তার সঙ্গে থাকা লোকজন এবং স্থানীয়রা দেখতে পেয়ে স্থানীয় ডুবুরিরা ঘণ্টাব্যাপী উদ্ধার তৎপরতা চালিয়ে তাকে উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মো. শাহাদাৎ হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সিলেট ঈদুল ফিতর জাফলং

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম