Logo
Logo
×

সারাদেশ

রাজশাহীর সুরুজ হত্যায় বোনসহ দুই ভাগ্নে গ্রেফতার

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৪:৪০ পিএম

রাজশাহীর সুরুজ হত্যায় বোনসহ দুই ভাগ্নে গ্রেফতার

রাজশাহীর সুরুজ হত্যা মামলায় তার বোনসহ দুই ভাগ্নেকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার দুপুরে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব-৫ রাজশাহীর একটি দল। নিহত সুরুজ (৪৫) নগরীর বিলশিমলা এলাকার বাসিন্দা ছিলেন।

গ্রেফতার তিনজন হলেন- সুরুজের বোন জাহানারা বেগম (৫৫), জাহানারার ছেলে হিরা (৪০) ও আশরাফ আলী (৪৫)। তাদের বাড়ি বহরমপুর ব্যাংক কলোনী এলাকায়।

মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ১১ এপ্রিল নগরীর সিটি বাইপাস এলাকায় আসামিরা সুরুজকে মারধর করেন। হিরা ইট দিয়ে তার মামা সুরুজের মাথায় আঘাত করেন। পরে হাসপাতালে নেওয়া হলে সুরুজ মারা যান।

এ ঘটনায় নিহত সুরুজের ছেলে নগরীর রাজপাড়া থানায় একটি হত্যা মামলা করেন। ঘটনার পর থেকেই আসামিরা পলাতক ছিলেন। র‌্যাব তাদের গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম