নিখোঁজের ৪ দিন পর সেপটিক ট্যাংকে মিলল কলেজছাত্রের লাশ

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৭:২৫ পিএম
-67fe5e4aaf12f.jpg)
টাঙ্গাইলের কালিহাতীতে নিখোঁজের ৪ দিন পর একটি বাড়ির সেপটিক ট্যাংকের ভেতর থেকে আব্দুল আলীম (১৮) নামে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে কালিহাতী পৌরসভার দক্ষিণ সাতুটিয়া গ্রামের জামাল বাদশার বাড়ির সেপটিক ট্যাংক থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা লাশটি উদ্ধার করেন।
লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে এসে আলীমের লাশ বলে জানিয়েছেন তার মা আকলিমা আক্তার ও নানা মোজাফফর আলীসহ স্বজনরা।
নিহত আলীম ঘাটাইল উপজেলার চানতারা গ্রামের প্রবাসী জহিরুল ইসলামের ছেলে এবং কালিহাতী শাজাহান সিরাজ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।
নিহত আলীমের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত শনিবার বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে কলেজে প্রাইভেট পড়তে যায় আলীম। এরপর আর বাড়িতে ফেরেননি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও কোনো খবর পাননি। পরে আলীমের মা আকলিমা ঘাটাইল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
কালিহাতীর দক্ষিণ সাতুটিয়া গ্রামের জামাল বাদশা জানান, পঁচা গন্ধের খোঁজ নিতে গিয়ে দেখা যায় টয়লেটের পাইপের উপরে মাছি ভনভন করছে। এরপর সেপটিক ট্যাংক খুলে লাশ দেখতে পেয়ে পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা লাশটি উদ্ধার করেন।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আদিবুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দক্ষিণ সাতুটিয়ার একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে লাশ উদ্ধার করে।
কালিহাতী থানার ওসি আবুল কালাম ভূঁইয়া জানান, খবর পেয়ে সাতুটিয়া একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।