মানুষের কল্যাণে ব্যতিক্রমী বর্ষবরণ গৌরীপুর বিএনপির

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৭:৫৬ পিএম
-67fe6580218b3.jpg)
পহেলা বৈশাখের আনন্দ-উল্লাস, বর্ণিল সাজ-রঙিন উৎসব ছেড়ে এক ভিন্নরকম আয়োজনে মাতলেন ময়মনসিংহের গৌরীপুরের বিএনপি নেতাকর্মীরা।
বৈশাখের প্রখর রৌদ্রে ভাঙা রাস্তার কোথাও উঁচু, কোথাও নিচু। উড়ছে ধুলাবালি। বর্ষায় সড়কজুড়ে কাদাপানিতে একাকার, এ সড়কের স্থানে স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ পথ দিয়ে কৃষকের পণ্য পরিবহণ আর পথচারীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। এ দুর্ভোগ কমাতে মাটি কেটে রাস্তা মেরামতে দিনভর কাজ করেন তারা।
বাংলা নববর্ষের উৎসবের দিনে কোদাল, টুকরি, বেলচা নিয়ে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে এ কাজে অংশ নেন শতাধিক নেতাকর্মী।
‘আবার মোরা কোদাল ধরবো, জিয়ার মতো দেশ গড়বে’ এ স্লোগানে সোমবার (১৪ এপ্রিল) এ কর্মসূচির আয়োজন করে রামগোপালপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠন।
এ কর্মসূচির অধীনে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের গাঁওরামগোপালপুর-গৌরীপুর সড়কের মধ্যবর্তী স্থানে প্রায় ২০০ মিটার রাস্তায় মাটি কেটে মেরামত করা হয়।
এর ফলে রাস্তার দুপাশে পাকা থাকলেও এ স্থানটির কারণে পুরো সড়কে সৃষ্ট অচলাবস্থার অবসান হলো। কৃষকের মালামাল আনা-নেওয়া আর ব্যবসায়ী, এলাকাবাসীর যাতায়াতে কষ্টের সমাপ্তি ঘটে।
উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরণ বলেন, এ রাস্তার বিষয়ে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে ব্যর্থ হওয়ায় আমরা এ রাস্তাটি স্বেচ্ছাশ্রমে মেরামত করেছি। এখন প্রশাসনের কাছে দাবি, এটি যেন দ্রুত পাকা করা হয়।
তিনি বলেন, বর্ষবরণ অনেকেই অনেকভাবে করেছে, আমরা এই রাস্তা মেরামতের মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করার মধ্য দিয়ে বাংলা নববর্ষকে উৎসর্গ করলাম।
উত্তর জেলা বিএনপির সদস্য আব্দুল আজিজ মণ্ডল বলেন, এ রাস্তা সংস্কারের মাধ্যমে আবারও প্রমাণিত হলো ‘দশে মিলে করি কাজ, হারি-জিতি নাহি লাজ।’ সবাই একযোগে কাজ করায় দীর্ঘদিনের একটি সমস্যা মুহূর্তে সমাধান হয়ে গেল।
অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জায়েদুর রহমান বলেন, বর্ষবরণের বর্ণিল অনুষ্ঠান বাদ দিয়ে শরীরের ঘাম ঝরিয়ে রাস্তা মেরামত করা মানুষের মাঝে দৃষ্টান্ত হয়ে থাকবে।
উপজেলা শ্রমিক দলের সভাপতি শহীদুল্লাহ বলেন, আমাদের খুব আনন্দ লেগেছে। হিরণ ভাই নিজে দিনভর আমাদের সঙ্গে মাটি কেটে, রাস্তা ড্রেসিং করেছেন। সত্যিই আমরা অভিভূত।
উপজেলা বিএনপির সাবেক যুগ্মআহ্বায়ক আব্দুল মান্নান তালুকদার বলেন, দুর্নীতিবাজদের কারণে এ রাস্তার মতো দেশটার বেহাল অবস্থা। সেই অবস্থার পরিবর্তন করতে হবে। এ পরিবর্তনের জন্যে আবারও আমরা কোদাল ধরেছি। এই কোদাল দিয়ে দুর্নীতিকেও উৎপাটন করা হবে।
রামগোপালপুর-গৌরীপুর সংযোগ সড়কে কাঁচা রাস্তার সংস্কারে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে মাটি কাটা কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি উত্তর জেলা বিএনপির সদস্য আহাম্মদ তায়েবুর রহমান হিরণ।
সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এখলাছুর রহমান খান।
কর্মসূচিতে অংশ নেন- ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আব্দুল আজিজ মণ্ডল, সুজিত কুমার দাস, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহজাহান সিরাজ, ডা. আব্দুল মোতালেব, আব্দুল মান্নান তালুকদার, অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জায়েদুর রহমান, বিএনপি নেতা সদস্য জনাব আলী সরকার, রামগোপালপুর ইউনিয়ন বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক মিজানুর রহমান উজ্জ্বল, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা আবুল কাসেম, বিএনপি নেতা চান মিয়া শেখ, শাহজাহান মিয়া, নজরুল ইসলাম, তরিকুল ইসলাম, সফি উল্লাহ, ইয়ার সুলতান, হারুন অর রশিদ, উত্তর জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর খান, সদস্য মোস্তাফিজুর রহমান হানিফ, উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি হুমায়ুন কবির, উত্তর জেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহসভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, রামগোপালপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, যুগ্মসাধারণ সম্পাদক বাবুল মিয়া, যুবদল নেতা মাইজুল ইসলাম, জহিরুল ইসলাম, ইমরান হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্মআহ্বায়ক মাসুদ পারভেজ কার্জন, পৌর ছাত্রদলের যুগ্মআহ্বয়ক আল আমিন, মুসা মুনশী, আরিফুল ইসলাম উদয়, কামরুল ইসলাম পিয়াস, স্বেচ্ছাসেবক দল নেতা মনিউল আজম মনির প্রমুখ।