Logo
Logo
×

সারাদেশ

শেরপুরে বর্ষবরণ দেয়ালিকা প্রদর্শনী

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৮:১২ পিএম

শেরপুরে বর্ষবরণ দেয়ালিকা প্রদর্শনী

পহেলা বৈশাখে শেরপুরে বর্ষবরণ দেয়ালিকা প্রদর্শনী ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘এসো হে বৈশাখ, এসো এসো... নববর্ষের আহ্বান, সম্প্রীতির ঐক্যতান’ স্লোগানে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন করা হয়। 

নাগরিক প্ল্যাটফর্ম জনউদ্যোগ শেরপুরের আয়োজনে সোমবার শেরপুর সরকারি কলেজ প্রাঙ্গণে এ দেয়ালিকা প্রদর্শনী ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। 

জেলার ৫টি প্রবহমান নদী ব্রহ্মপুত্র, ভোগাই, চেল্লাখালি, সোমেম্বরী ও মহারশি নদীর নামে এসব দেয়ালিকায় প্রবন্ধ, কবিতা, ছড়া, ধাঁধাঁ, কুইজ এবং বিভিন্ন লেখনি ও আল্পনার মাধ্যমে বাংলা নববর্ষের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরা হয়। 

এছাড়া পারস্পরিক সৌহার্দ ও সম্প্রীতির উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষা ও নদ-নদী বাঁচাতে বিভিন্ন ধরনের সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়। জনউদ্যোগ যুব ফোরামের সদস্যরা এসব দেয়ালিকা সম্পাদনা করেন। 

শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুর রউফ দেয়ালিকা প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 

তিনি নবজাগরণের চেতনায় যুবদের সৃজনশীলতা বিকাশের মধ্য দিয়ে তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে আগামীর উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের আশাবাদ ব্যক্ত করেন। সেই সঙ্গে তরুণদের আরও বেশি করে এ ধরনের সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হওয়ার তাগিদ দেন। 

কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক শাহ কামাল উদ্দিন, সাবেক অধ্যক্ষ অধ্যাপক আব্দুর রশীদ, উদীচী জেলা সংসদের সাবেক সভাপতি তপন সারোয়ার, হরিজন নেত্রী মুক্তা হরিজন, জনউদ্যোগ আহ্বায়ক শিক্ষক আবুল কালাম আজাদ, যুব ফোরাম আহ্বায়ক শুভংকর সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম