Logo
Logo
×

সারাদেশ

বৈষম্যবিরোধী ছাত্রনেতার কাছে জিলাপি খেতে চাওয়া ওসিকে বদলি

Icon

কিশোরগঞ্জ ব্যুরো

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১১:০৬ পিএম

বৈষম্যবিরোধী ছাত্রনেতার কাছে জিলাপি খেতে চাওয়া ওসিকে বদলি

হাওড়ের  ফসল রক্ষা বাঁধের কাজের টেন্ডার পাওয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইটনা উপজেলার সংগঠক আফজাল হোসাইন শান্তর কাছে জিলাপি খেতে চাওয়া ওসি মো. মনোয়ার হোসেনকে বদলি করা হয়েছে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা শান্ত ফসল রক্ষা বাঁধের কাজের টেন্ডার পাওয়ায় ওসি মনোয়ার তাকে ফোন করে জিলাপি খাওয়ানোর কথা বলার একটি অডিও রেকর্ড সোমবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। আর এমন ঘটনার একদিন পরই পুলিশ লাইনসে সংযুক্ত হলেন ওসি মনোয়ার। 

কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।

অফিস আদেশে জানানো হয়, কিশোরগঞ্জের ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেনকে কিশোরগঞ্জ পুলিশ লাইনসে লাইন ওআর হিসেবে সংযুক্ত করা হয়েছে। একই আদেশে মো. জাফর ইকবালকে ইটনা থানায় নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী জানান, ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেনকে কিশোরগঞ্জ পুলিশ লাইনসে লাইন ওআর হিসেবে সংযুক্ত করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম