Logo
Logo
×

সারাদেশ

মাদক কারবারের অভিযোগে পুলিশ সদস্যসহ আটক ৩

Icon

রামু (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১০:৫৭ এএম

মাদক কারবারের অভিযোগে পুলিশ সদস্যসহ আটক ৩

কক্সবাজারের রামুতে সাত হাজার ৫০০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে একজন পুলিশ সদস্য রয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের একটি বাসা ইয়াবাসহ ওই তিনজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার পাঙ্গাস গ্রামের আব্দুল ওয়াদুদ খানের ছেলে রামু থানার ওয়ারলেস অপারেটর জাহিদুল ইসলাম (৩৩), চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই থানার কমল মুন্সির হাট এলাকার বাবুল চৌধুরীর ছেলে অভিজিৎ চৌধুরী (৩৫) ও চট্টগ্রামের রাউজান উপজেলার বাইন্যারহাট ডাবুয়া এলাকার নান্টু চৌধুরীর ছেলে পূষন চৌধুরী (৩৭)।

কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা জানিয়েছেন, পুলিশ সদস্য জাহিদুল মন্ডলপাড়া গ্রামে ভাড়া বাসায় ইয়াবার কারবার চালিয়ে আসছিলেন। এমন খবরে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির সামনে পার্কিং করা প্রাইভেটকার থেকে সাত হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম