Logo
Logo
×

সারাদেশ

তিতাসে হত্যা মামলার সাক্ষী ও স্বজনদের ওপর হামলার অভিযোগ

Icon

কুমিল্লা উত্তর প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০২:০৭ পিএম

তিতাসে হত্যা মামলার সাক্ষী ও স্বজনদের ওপর হামলার অভিযোগ

কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি গ্রামের যুবলীগ নেতা জহির হত্যা মামলার স্বাক্ষী ও তার স্বজনদের ওপর হামলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, চাঁদা না পেয়ে হত্যা মামলার আসামিরা এ হামলা চালিয়েছে। এতে তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার হাইধনকান্দি গ্রামের দ্বীন ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। আর রাতে হামলায় আহত রায়হান বাদী হয়ে ২৮ জনের নাম উল্লেখ করে তিতাস থানায় একটি মামলা করে।

ভুক্তভোগী হোসেন মিয়া বলেন, যুবলীগ নেতা জহির হত্যার মামলার স্বাক্ষী আমার ছোট ভাই হান্নান (২৫) ও চাচা মজিবুর রহমান (৭০)। এর জেরে হত্যা মামলার আসামি আব্দুল লতিফের নেতৃত্বে অন্যান্য আসামিরা আমাদের পরিবারের অত্যাচার চালিয়ে আসছে। তারা ৫০ হাজার টাকা চাঁদাও দাবি করে। চাঁদা না দেওয়ায় তারা আমার মৎস্য প্রজেক্ট থেকে প্রায় ছয় লাখ টাকার মাছ লুট করে নিয়ে যায়।

তিনি আরও বলেন, আসামিদের ভয়ে আমি আমার ফুফাতো ভাইয়ের বাড়ি হাইধনকান্দি গ্রামে আশ্রয় নেয়। মঙ্গলবার সন্ধ্যায় লতিফের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন সন্ত্রাসী হাইধনকান্দি গ্রামে আমার ওপর হামলা চালায়। এতে আমার দুই ফুফাতো ভাইসহ তিনজন আহত হয়। এ ঘটনা আমরা মামলা করেছি। মামলা তুলে নিতে আসামিরা আমাদের হুমকি দিচ্ছে।

এ বিষয়ে তিতাস থানার ওসি শহিদ উল্যাহ বলেন, ‘ভিটিকান্দির হাইধনকান্দি গ্রামের ঘটনায় আমরা মামলা নিয়েছি। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।’

উল্লেখ্য, ২০২২ সালের ৬ ডিসেম্বর ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দিতে মাছ ধরা নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহসভাপতি মো. জহিরুল ইসলাম মোল্লা প্রাণ হারান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম