মাছ ধরতে গিয়ে চাচা-ভাতিজার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া ও কসবা প্রতিনিধি
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৬:০২ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুকুরে মাছ ধরার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচা ও ভাতিজার মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের নতুন বাজার এলাকার মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন— স্থানীয় আতিকুর রহমান মোল্লার ছেলে আবুল খায়ের মোল্লা (৫২) ও তার ছোট ভাই আবু তাহের মোল্লার ছেলে জাকারিয়া মোল্লা (২২)। দুইজনই স্থানীয়ভাবে কৃষিকাজ ও মাছ ধরা সংক্রান্ত কাজে যুক্ত ছিলেন। আবুল খায়ের ছিলেন তিন সন্তানের জনক এবং পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি। অপরদিকে জাকারিয়া মাত্র কয়েক মাস আগে স্থানীয় একটি কলেজ থেকে ডিপ্লোমা শেষ করেছেন।
পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল থেকে বাড়ির পাশের একটি ডোবায় মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিলেন আবুল খায়ের ও জাকারিয়া। ডোবার পানি সেচে ফেলার জন্য তারা বৈদ্যুতিক মোটরের সাহায্যে পানি তুলছিলেন। দুপুরের দিকে মোটরের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে হঠাৎ করে দুইজনই একসঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন।
তাদের চিৎকার শুনে বাড়ির লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে উদ্ধার করেন। পরে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
কসবা থানার ওসি মোহাম্মদ আবদুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা জেলা প্রশাসকের অফিস থেকে অনুমোদন নিয়েছেন।