Logo
Logo
×

সারাদেশ

নিজ জমিতে ছিটানোর সময় বিষপান

Icon

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৭:২৩ পিএম

নিজ জমিতে ছিটানোর সময় বিষপান

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় নিজ জমিতে কীটনাশক ছিটানোর সময় বিষপানে আত্মহত্যা করেছেন মো. শুভ মিয়া (২০) নামে এক যুবক। তিনি উপজেলার গড়াডোবা ইউনিয়নের পাথারিয়া গ্রামের বাসিন্দা ও মৃত শাহাজাহান মিয়ার পুত্র।

বুধবার সকাল ৮টার দিকে শুভ নিজ জমিতে কীটনাশক ছিটানোর সময় বিষপান করেন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে দ্রুত কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কেন্দুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার গোলাম মোস্তফা, কেন্দুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওমর কাইয়ুমসহ পুলিশের একটি দল হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেন।

হাসপাতালে উপস্থিত শুভ মিয়ার চাচা জানান, শুভর বিষপান করার সঠিক কারণ তারা নিশ্চিত না হলেও পারিবারিকভাবে দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ ছিল।

এ বিষয়ে কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) ওমর কাইয়ুম বলেন, মৃতের বোনের ভাষ্যমতে- শুভর মানসিক কিছু সমস্যা ছিল। পরিবারের কারো কোনো অভিযোগ নেই। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম