Logo
Logo
×

সারাদেশ

ভিমরুলের কামড়ে প্রাণ গেল কৃষকের

Icon

মতলব (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১০:১২ এএম

ভিমরুলের কামড়ে প্রাণ গেল কৃষকের

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ভিমরুলের কামড়ে সালামত মিয়াজি (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। একই ঘটনায় সালামতের স্ত্রীসহ আরও দুজন হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিউতে) চিকিৎসাধীন।

এর আগে শনিবার বিকালে উপজেলার বড় দুর্গাপর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সালামত বড় দুর্গাপুর গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকালে স্ত্রী সেলিনা আক্তারকে নিয়ে মেয়ের বাড়ি ঘাসিরচরে যাওয়ার জন্য বের হন সালামত। পথিমধ্যে তাদেরসহ আরও দুজনকে ভিমরুল কামড়ায়। এতে গুরুতর আহত হন তারা। প্রাথমিক চিকিৎসা নিয়ে রাতে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি হন তিরি। সেখানে চিকিৎসাধী অবস্থায় রাতেই মারা যান সালামত।

স্থানীয় ইউপি সদস্য মো. মানিক বলেন, ‘ঘটনাটি হৃদয় বিদারক। চোখের সামনে এমন মৃত্যু খুবই কষ্টের। ঘটনার পর আহত সালামত মিয়াজিসহ তার পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।’

উত্তর মতলব ভিমরুল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম