Logo
Logo
×

সারাদেশ

পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৯:৫৮ পিএম

পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

চাঁদপুরের হাজীগঞ্জ রান্ধুনীমুড়ায় পিতাকে হত্যার দায়ে পুত্র সুমনকে (৩৪) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন চাঁদপুর জেলা ও দায়রা জজ  আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার দুপুরে আসামির উপস্থিতিতে এ রায় দেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার।

মামলা সূত্রে জানা যায়, হাজীগঞ্জ উপজেলার রান্ধুনীমুড়া কাজী মইনুদ্দিন বেপারি বাড়িতে পিতা তাজুল ইসলামের কাছে মাদক সেবন করার জন্য টাকা চেয়েছিল পুত্র সুমন। টাকা না দেওয়ায় ২০১৮ সালে ৩ জুন বিকালে ধারালো দা দিয়ে পিতাকে কুপিয়ে হত্যা করে সে।

চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট কোহিনুর বেগম বলেন, এ মামলায় ১৪ জন সাক্ষী সাক্ষ্য দেন।

আসামিপক্ষে মামলা পরিচালনা করেন স্টেট ডিফেন্স অ্যাডভোকেট শফিকুল ইসলাম ভূঁইয়া।

চাঁদপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম