Logo
Logo
×

সারাদেশ

লাকসামে সরকারি চাল আত্মসাৎ, বিএনপি নেতার কারাদণ্ড

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ০১:০৯ পিএম

লাকসামে সরকারি চাল আত্মসাৎ, বিএনপি নেতার কারাদণ্ড

কুমিল্লার লাকসামে সরকারি চাল আত্মসাতের দায়ে রবিউল হোসেন রবু নামে এক বিএনপি নেতাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৩ এপ্রিল) রাতে সাবেক এই বিএনপি নেতার ঘর থেকে ৩৫০ কেজি সরকারি চাল উদ্ধার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ওই উপজেলা নির্বাহী কর্মকর্তা।

রবিউল হোসেন রবু (৪২) উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। বর্তমান ইউনিয়ন বিএনপির সদস্য। তিনি গোবিন্দপুর গ্রামের মৃত সফি উল্লাহর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর বাজারের খাদ্যবান্ধব ডিলার ছিলেন বিএনপি নেতা রবিউল হোসেন রবু। বুধবার বিকালে পাশের বাড়ির এক চাচির ঘরে ধান বলে ৩৫০ কেজি সরকারি চাল জমা রাখেন। চালগুলো বিতরণ না করে আত্মসাতের উদ্দেশ্যে জমা রাখেন তিনি।

বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। পরে পুলিশ নিয়ে ঘটনাস্থলে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ। এসময় চালগুলো উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিএনপি নেতা রবুকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

ইউএনও কাউছার হামিদ বলেন, জিজ্ঞাসাবাদে রবিউল হোসেন চালগুলো  আত্মসাতের উদ্দেশ্যে বাড়িতে নিয়ে আসেন বলে স্বীকার করেছেন। পরে ভ্রাম্যমান আদালতে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তার ডিলার লাইসেন্স বাতিল করা হবে। 

লাকসাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম