Logo
Logo
×

সারাদেশ

শিলপাটার নিচে লুকানো সাপের দংশনে নারীর মৃত্যু

Icon

চাঁদপুর ও হাজীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১১:০১ পিএম

শিলপাটার নিচে লুকানো সাপের দংশনে নারীর মৃত্যু

শিলপাটার (মশলা বাটার যন্ত্র) নিচে গর্তে থাকা বিষধর সাপের দংশনে শিল্পী বেগম (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে চাঁদপুরের হাজীগঞ্জ হাটিলা পশ্চিম ইউনিয়নের পাতানিশ গ্রামের ওই নারীর রান্না ঘরে।

শিল্পী বেগম ওই বাড়ির আনোয়ার হোসেনের স্ত্রী। তিনি ২ সন্তানের জননী ছিলেন।

স্থানীয় মাসুদ খান ও হৃদয় নামের এক যুবকের সূত্রে জানা যায়, নতুন বাড়িতে পরিবারটি একাই থাকে। সকাল বেলা শিল্পী বেগম রান্নাঘরে বিছানো শিলপাটাতে রসুন বাটাকালে শিলপাটার নিচের গর্তে লুকিয়ে থাকা বিষধর সাপ তাকে দংশন করে। এরপর শিল্পীকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে তাকে কুমিল্লায় রেফার করা হয়। কুমিল্লা নেওয়ার পথে বিকাল ৩টার দিকে অ্যাম্বুলেন্সের মধ্যেই শিল্পী বেগম মারা যান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান যুগান্তরকে জানান, হাসপাতালে আসার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে কিছু পরীক্ষা দেওয়া হয়েছিল। কিন্তু রিপোর্ট আসার আগেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

হাটিলা পশ্চিম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন লিটু বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

চাঁদপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম