Logo
Logo
×

সারাদেশ

সাবেক এমপি কেরামত আলী দুদিনের রিমান্ডে

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ০৮:৩১ পিএম

সাবেক এমপি কেরামত আলী দুদিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের মামলায় কারাগারে থাকা রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি কাজী কেরামত আলীকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া একই অভিযোগে আরও একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

সোমবার সকালে শুনানি শেষে রাজবাড়ীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তামজিদ আহমেদ এ আদেশ দেন।

কাজী কেরামত আলীর পক্ষে তার আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করলে শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ডের আদেশ দেন। এর আগে বেলা পৌনে ১২টার দিকে শুনানির জন্য সাবেক এমপি কাজী কেরামত আলীকে রাজবাড়ীর আমলি আদালতে হাজির করা হয়।

রাজবাড়ী কোর্ট পুলিশ পরিদর্শক (সদর কোর্ট) মো. জসীম উদ্দিন  যুগান্তরকে বলেন, ২০২৪ সালের ২ সেপ্টেম্বর রাজবাড়ী সদর থানায় জিসান খানের দায়ের করা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা সদর থানার এসআই এনায়েত শিকদার। শুনানি শেষে আদালতে তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ৩০ আগস্ট কাজী কেরামত আলীসহ ১৭০ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন রাজবাড়ী সরকারি কলেজের শিক্ষার্থী রাজিব মোল্লা। মামলায় অজ্ঞাত ৩০০ জনকে আসামি করা হয়। এ মামলায় ৬ এপ্রিল দিবাগত রাতে কাজী কেরামত আলীকে রাজধানীর মহাখালী এলাকা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রাজবাড়ী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম