Logo
Logo
×

সারাদেশ

নিখোঁজের পরদিন পুকুরে মিলল ২ শিশুর লাশ

Icon

লাকসাম-মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ০৪:১৩ পিএম

নিখোঁজের পরদিন পুকুরে মিলল ২ শিশুর লাশ

লাকসামে নিখোঁজের এক দিন পর পুকুর থেকে জিহাদ হোসেন (৭) ও শাব্বির হোসেন মহিন (১০) নামের দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোর পৌনে ৬টার দিকে পৌরশহরের গুনতি গ্রামের একটি পুকুর থেকে শিশুদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জিহাদ গুনতি গ্রামের পূর্বপাড়ার রুবেল হোসেনের ছেলে। আর মাহিন একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে। তারা দুজনেই গুনতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় ও চতুর্থ শ্রেণিতে পড়তো বলে জানা গেছে।

এলাকাবাসী ও নিহত শিশুদের পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার দুপুরের পর থেকে তাদের পাওয়া যাচ্ছিল না। ওই সময় পরিবারগুলোর লোকজন মনে করেছিলেন ওই দুই শিশু খেলাধুলা করতে বাড়ি থেকে বের হয়েছে। কিন্তু বিকাল গড়িয়ে সন্ধ্যার পরও তারা বাড়ি ফিরে না আসায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। আত্মীয়-স্বজনের বাড়ি ও আশপাশের এলাকার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তাদের হদিস মেলেনি।

মঙ্গলবার ভোরে একটি পুকুরে শিশুদের মরদেহ ভাসতে দেখেন এক ব্যক্তি। পরে শিশুদের স্বজন ও এলাকার লোকজন ওই পুকুর থেকে দুই শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেন।

লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা বলেন, ‘এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।’

লাকসাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম