গাইবান্ধায় প্রতিবন্ধীসহ দুই ধর্ষণ মামলায় গ্রেফতার ২
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ০৯:৫৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
গাইবান্ধায় গোবিন্দগঞ্জ ও সাদুল্লাপুরে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীসহ পৃথক দুটি ধর্ষণের ঘটনা ঘটেছে। এতে ধর্ষক দুজনকে পুলিশ ঢাকা ও ঘটনাস্থল গোবিন্দগঞ্জ থেকে গ্রেফতার করেছে।
গোবিন্দগঞ্জ থানা পুলিশ জানায়, ২২ এপ্রিল গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের খোর্দ্দ গোপালপুর গ্রামের বাসিন্দা আব্দুল হাই মিয়ার বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী মেয়েকে ফুসলিয়ে পাশের বাড়ির শামসুল হক নামের এক ব্যক্তি মহিমাগঞ্জ সুগার মিলের পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে মেয়েটি বাড়ি ফিরে দিয়ে তার বাবা মায়ের কাছে ঘটনার বর্ণনা দেয়।
সোমবার গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করলে পুলিশ ধর্ষক শামসুল হককে গ্রেফতার করে। মঙ্গলবার কিশোরীকে পরীক্ষার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে ও ধর্ষক শামসুল হককে আদালতে পাঠানো হয়েছে বলে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানান।
সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন জানান, ১৫ মার্চ সাদুল্লাপুর উপজেলার জয়েনপুর গ্রামে বিকালে তার বাড়িতে ঢুকে গৃহবধূকে একা পেয়ে ধর্ষণ করে পাশের বাড়ির সাজ্জাদুর রহমান ফাহিম নামের এক বখাটে যুবক। পরে সাদুল্লাপুর থানায় ধর্ষক মামলা দায়ের করলে ধর্ষক ফাহিম গা-ঢাকা দেয়। সাদুল্লাপুর থানার পুলিশ র্যাব-৩ এর সহযোগিতায় ধর্ষককে ২৮ এপ্রিল ঢাকার শাজাহানপুর এলাকা থেকে গ্রেফতার করে গাইবান্ধায় নিয়ে এসে আদালতে সোপর্দ করে।
