Logo
Logo
×

সারাদেশ

দোকানের সামনে পড়ে ছিল যুবকের লাশ

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ১২:৪৮ পিএম

দোকানের সামনে পড়ে ছিল যুবকের লাশ

রাজবাড়ীতে রুবেল সরদার (৪০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে পৌর শহরের পাবলিক হেলথ মোড়ে জামান স্টোর নামে এক দোকানের সামনে থেকে ওই যুবকের লাশটি উদ্ধার করা হয়।

নিহত রুবেল সরদার শহরের দক্ষিণ ভবানীপুর এলাকার মৃত আলম সরদারের ছেলে। মৃতের পরিবারের দাবি, রুবেলকে হত্যা করা হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, ডাকাতির প্রস্তুতি মামলার আসামি ছিলেন রুবেল। তবে বর্তমানে তিনি জামিনে ছিলেন।

মৃতের ছোট ভাই জুয়েল সরদার বলেন, ‘আমার ভাই আগে পাবলিক হেলথ মোড়ে পান-সিগারেটের দোকান চালাতেন। গত রোজার আগে তিনি দোকানটি বিক্রি করে দেন। তার স্ত্রী বন্যা সবশেষ চার মাস ধরে মেয়েকে নিয়ে বাবার বাড়িতে থাকতেন।’

তিনি আরও বলেন, মঙ্গলবার রাত ১১টার দিকে আমি ভাইকে তার ঘরে দেখেছি। বুধবার সকালে শুনি পাবলিক হেলথ মোড়ের জামান স্টোরের সামনে আমার ভাইয়ের লাশ পড়ে আছে। ভাইয়ের লাশ দেখে মনে হচ্ছে, এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়।’

জামান স্টোরের মালিক শাহিদুজ্জামান শাহিন বলেন, ‘মঙ্গলবার ঝড়ের কারণে সন্ধ্যা ৭টার দিকে আমার ছেলে দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। সকাল ৭টার দিকে আমি খবর পায়, দোকানের সামনে একটা লাশ পড়ে আছে।’

রাজবাড়ী সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, ‘লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

রাজবাড়ী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম