সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: ০২ মে ২০২৫, ০২:২৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার স্বরুপপুর ইউনিয়নের পেপুলবাড়ীয়া সীমান্তে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ যুবক ২০ বছর বয়সি রিয়াজ উদ্দিন পেপুলবাড়ীয়া গ্রামের শহিদুল
ইসলামের ছেলে। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে পেপুলবাড়ীয়া সীমান্তের জিরো পয়েন্টের
কাছে যায় রিয়াজ। এ সময় সীমান্তের ওপার থেকে ফতেপুর বিএসএফ ক্যাম্পের সদস্য তাকে লক্ষ্য
করে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে রিয়াজ ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে ফেলেন।
গুলির শব্দ শুনে গ্রামবাসী সীমান্তের কাছে যায়। পরে রিয়াজকে রক্তাক্ত
অবস্থায় তারা উদ্ধার করে জীবননগরে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে যশোর
সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল
হাসপাতালে পাঠানো হয় তাকে।
স্থানীয় ইউপি সদস্য খেদের আলী বলেন, ‘সীমান্তের ব্যবসার সঙ্গে জড়িত রিয়াজ।
তিনি চোরাচালান সিন্ডিকেটের সদস্যও।’
৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম বলেন, ‘বিষয়টি শুনেছি। রিয়াজ
নামে যে যুবক গুলিবিদ্ধ হয়েছে সে চোরাচালান সিন্ডিকেটের সদস্য।’
